বান্দরবানে শুরু হয়েছে ক্ষুদ্র ও মাঝারি শিল্প মেলা

NewsDetails_01

ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তা কর্তৃক উৎপাদিত পণ্যের প্রচার, প্রসার, বিক্রয় এবং ক্রেতা-বিক্রেতার সংযোগ স্থাপনের সুবিধার্থে চলতি অর্থবছরে চট্টগ্রাম বিভাগে আঞ্চলিক এসএমই পণ্য মেলা আয়োজনের উদ্যোগ নিয়েছে সরকার । এরই প্রেক্ষিতে প্রথমবারের মত চট্টগ্রাম বিভাগের বান্দরবানে বুধবার থেকে ছয়দিন ব্যাপী শুরু হয়েছে আঞ্চলিক ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই ) পণ্যমেলা ।

বুধবার বিকেলে বান্দরবান জেলা প্রশাসক কার্যালয়ে মেলার ফিতা কেটে উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর ।

NewsDetails_03

এ সময় উপস্থিত ছিলেন, পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা, জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, পৌর মেয়র ইসলাম বেবী সহ অনেকে ।

এস এমই ফাউন্ডেশনের আয়োজনে এই মেলা অনুষ্ঠিত হচ্ছে বান্দরবান জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গনে । চট্টগ্রাম বিভাগের প্রায় ২০টি সহ দেশের বিভিন্ন স্থান থেকে মোট ৬০টি এসএমইপ্রতিষ্ঠান তাদের উৎপাদিত পণ্য নিয়ে এই মেলায় অংশগ্রহণ করেছে । মেলায় শুধুমাত্র এসএমই উদ্যোক্তারা তাঁদের উৎপাদিত দেশীয় পণ্য প্রদর্শন ও বিক্রয়ের সুযোগ পাবেন ।

এ মেলায় রয়েছে চামড়াজাত সামগ্রী, পাটজাত পণ্য, হ্যান্ডিক্রাফটস, কৃষি প্রক্রিয়াজাত পণ্য, পোশাক, ডিজাইন ও ফ্যাশনওয়্যার সহ অন্যান্য সেক্টরের স্বদেশী পণোর বিশাল সমারোহ । প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৮টা পর্যন্ত এই মেলা সকলের জন্য উন্মুক্ত রয়েছে ।

আরও পড়ুন