বান্দরবানে শুরু হয়েছে উন্নয়ন মেলা

NewsDetails_01

“উন্নয়নের গণতন্ত্র শেখ হাসিনার মূলমন্ত্র” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে র্পাবত্য জেলা বান্দরবানে শুরু হয়েছে তিন দিন ব্যাপী উন্নয়ন মেলা । সোমবার সকালে জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন । পরে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গনে আলোচনা সভার আয়োজন করা হয় । এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চৌধুরী ,সিভিল সার্জন উদয় শংকর চাকমা, কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ পরিচালক মো. আলতাফ হোসেন, তথ্য অফিসার উষা মং চৌধুরীসহ প্রমুখ। এর আগে জেলা প্রাশসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের হয় । শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয় । সভায় বক্তারা সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম তুলে ধরেন এবং তথ্য প্রযুক্তি র্নিভর সরকারি সেবা প্রান্তিক জনগণের দোঁড়গোড়ায় পৌঁছে দিতে সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান। এসময় বক্তারা সরকারের ডিজিটাল সেবাসমুহ গ্রহণ করতে সবার প্রতি আহ্বান জানান । আগামী ১১ই জানুয়ারি এই মেলার সমাপ্তি হবে ।

আরও পড়ুন