বান্দরবানে শিশুদের কাছে প্রশাসনের জবাবদিহিতা

NewsDetails_01

বান্দরবানে শিশু অধিকার বিষয়ক শিশুদের কাছে জবাবদিহিতা করেছে জেলা প্রশাসনের সংশ্লিষ্ট বিভাগ । শুক্রবার সকাল ১০ টায় উৎসবমুখর পরিবেশে জেলা প্রশাসক মিলানায়তনে এই সভার আয়োজন করে ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্স (এনসিটিএফ) । এনসিটিএফ এর বান্দরবান জেলার সভাপতি ইয়াছিনুল হাকিম চৌধুরী সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, বান্দরবান শিশু একাডেমীর শিশু বিষয়ক কর্মকর্তা শিলাদিত্য মুৎসুদ্দি, মহিলা বিষয়ক কর্মকর্তা সুস্মিতা খীসা, প্রেসক্লাবের সহ সভাপতি মুক্তিযোদ্ধা এম এ হাকিম চৌধুরী সহ আরো অনেকে । এসময় শিশুরা বান্দরবান পার্বত্য জেলার শিশুদের শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, বিনোদন সহ আরো বিভিন্ন সমস্যা নিয়ে উপস্থিত কর্মকর্তাদের সামনে প্রশ্ন উপস্থাপন করেন । এ সময় সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাগণ শিশুদের প্রশ্নের গঠনমূলক উত্তর দেন এবং সমস্যা নিরসনে আশ্বস্ত করেন ।

আরও পড়ুন