বান্দরবানে ব্লাড ডোনার গ্রুপের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

NewsDetails_01

বান্দরবানে ব্লাড ডোনার গ্রুপের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে র‌্যালী
বান্দরবানে ব্লাড ডোনার গ্রুপের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে র‌্যালী
বান্দরবানে নানা কর্মসূচির মধ্য দিয়ে শুক্রবার রক্তদাতা সংগঠন বান্দরবান ব্লাড ডোনার গ্রুপের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে সকালে একটি র‌্যালী বঙ্গবন্ধু মুক্তমঞ্চ থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে সেখানেই এসে শেষ হয়।
এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল কুদ্দুছ, বান্দরবান সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার প্রবীর চন্দ্র বণিক, জেলা রেড ক্রিসেন্টের সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিক উল্লাহ, সংগঠনের উপদেষ্টা ফরিদুল আলম সুমন, মোঃ মহিউদ্দীন, সুজন চৌধুরী সঞ্জয়, কাউছার সোহাগসহ জেলার বিশিষ্টজনেরা।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি’র সাথে ব্লাড ডোনার গ্রুপের সদস্যদের সৌজন্য সাক্ষাত
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি’র সাথে ব্লাড ডোনার গ্রুপের সদস্যদের সৌজন্য সাক্ষাত
ব্লাড ডোনার গ্রুপের সভাপতি সভাপতি আফতাব উদ্দিন শাহীন ও সাধারণ সম্পাদক শুভ দাশ আদিত্য জানান, বান্দরবানে যে কোনো রোগীর রক্তের প্রয়োজনে তাঁরা এক বছর ধরে কাজ করে আসছেন। এ পর্যন্ত কয়েকশ’ রোগীকে রক্ত সংগ্রহ করে দিয়েছে সংগঠনটি। ভবিষ্যতে আরো সদস্য সংখ্যা বৃদ্ধি এবং রক্তদান কার্যক্রম জেলাব্যাপী সম্প্রসারিত করার পরিকল্পনা রয়েছে।
র‌্যালী শেষে সংগঠনের কর্মকর্তারা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি’র সাথে তাঁর বাসভবনে সৌজন্য সাক্ষাত করেন। এ সময় প্রতিমন্ত্রী সংগঠনের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি দেন।
প্রসঙ্গত, রক্তের প্রয়োজনে সংগঠনটির সাথে যোগাযোগ করতে ০১৬৭৩৬৮৭৬৭০, ০১৭৩৭৪৪৬১৮২ নাম্বারগুলোতে যোগাযোগ করার অনুরোধ জানান সংগঠনের নেতৃবৃন্দ।

আরও পড়ুন