বান্দরবানে বিএমএসসির আয়োজনে রেইছা থলিপাড়া বৌদ্ধ বিহারে মহাসংঘদান

NewsDetails_01

বান্দরবানে বিএমএসসির আয়োজনে রেইছা থলিপাড়া বৌদ্ধ বিহারে মহাসংঘদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা এর সহধর্মিনী ড কি কি এ মারমা
বান্দরবানে বাংলাদেশ মারমা স্টুডেন্ট কাউন্সিল (বিএমএসসি) বান্দরবান টেকনিক্যাল স্কুল ও কলেজের আয়োজনে সদর ইউনিয়নের রেইছা থলিপাড়া বৌদ্ধ বিহারে ৩য় তম মহাসংঘদান ও অষ্টপরিষ্কার দান অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল ১০টায় সদর ইউনিয়নের রেইছা থলিপাড়া বৌদ্ধ বিহারে ৩য় তম মহাসংঘদান ও অষ্টপরিষ্কার দান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা এর সহধর্মিনী ড কি কি এ মারমা।
এসময় রেইছা থলিপাড়া বৌদ্ধ বিহারের বিহার অধ্যক্ষ ভদন্ত ওয়াংনা সারা, দুলুঝিড়ি বৌদ্ধ বিহারের বিহার অধ্যক্ষ ভদন্ত ওয়াংনা সারা, টাইগার পাড়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত গুংধা ওয়াংসা ভিক্ষু, রোয়াজা পাড়া বৌদ্ধ বিহারের বিহার অধ্যক্ষ ভদন্ত আগাসারা ভিক্ষু, সিনিয়র পাড়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত উনাইদা সারা ভিক্ষু, সাতকমল পাড়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত বোধি প্রিয় ভিক্ষু, লম্বা ঘোনা বৌদ্ধ বিহারের বিহার অধ্যক্ষ ভদন্ত ওিয়লাসা ভিক্ষু, তালুকদার পাড়া বৌদ্ধ বিহারের বিহার অধ্যক্ষ ভদন্ত ইংদাগা ভিক্ষু সহ বিভিন্ন বিহারের অধ্যক্ষরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন জেলা মহিলা আওয়ামী লীগের সহ সভাপতি উমেনু মারমা, যুগ্ন সাধারণ সম্পাদিকা খিংসাইনু নিপু, পৌর মহিলা আওয়ামীলীগের সভাপতি এমেচিং মারমা, সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি অংসাহ্লা মারমা, সদর উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি উশৈসিং মার্মা, ছাত্রলীগ নেত্রী মেসাইনু মার্মা, বাংলাদেশ মারমা স্টুডেন্ট কাউন্সিল (বিএমএসসি) বান্দরবান জেলার সাবেক সভাপতি লুসাই মং মার্মা, বাংলাদেশ মারমা স্টুডেন্ট কাউন্সিল (বিএমএসসি) বান্দরবান জেলা সভাপতি অংথুই খই মার্মা, বান্দরবান টেকনিক্যাল স্কুল ও কলেজ শাখার সভাপতি ফোহ্লাচিং মার্মা, সাধারণ সম্পাদক থুইসিং হ্লা মার্মা, বান্দরবান সরকারি মহিলা কলেজ শাখার সভাপতি মিলি মার্মা সহ সংগঠনের প্রায় ২ শতাধিক সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন