বান্দরবানে তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু

NewsDetails_01

বান্দরবানে তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হয়েছে। শুক্রবার সকাল ১০টায় জেলা প্রশাসনের কার্যালয়ের প্রাঙ্গন থেকে একটি শোভাযাত্রা বের করা হয় । শোভাযাত্রাটি জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয় । অনুষ্ঠানে জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ও দায়রা জজ মো. শফিকুর রহমান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মো.ফারুক আহমদ, সিভিল সার্জন উদয় শংকর চাকমা,অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট (আইসিটি) মফিদুল আলম, সিনিয়র সহকারী পুলিশ সুপার ইয়াছির আরাফাত,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চৌধুরী, সহকারী কমিশনার ইকতেখারুল ইসলাম, নেজারত ডেপুটি কমিশনার হোসাইন মুহাম্মদ আল- মুজাহিদ,জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুম্মিতা খীসা, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শিলাদিত্য মুৎসুদ্দি সহ আরো অনেকে । এসময় বক্তারা বলেন, জনগণের দোঁড়গোড়ায় সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে বাংলাদেশে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলো নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। প্রযুক্তির কারণে কাজের গতি ও সেবার মান বৃদ্ধি পাচ্ছে। দেশ বিদেশের ঘটে যাওয়া সংবাদ মুহূর্তের মধ্যে আমরা জানতে পারছি । আলোচনা সভা শেষে প্রধান অতিথি জেলা প্রশাসক মিলানায়তনে মাল্টিমিডিয়া ক্লাস রুম বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন