বান্দরবানে জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরন

NewsDetails_01

Picture 30 August 2016  (1)রাজস্ব বরাদ্ধ আওতায় ২০১৬-১৭আর্থিক সালে পোনা মাছ অবমুক্তকরণ কার্যক্রমের অংশ হিসেবে বান্দরবানে বর্ষাপ্লাবিত ধানক্ষেত,প্লাবন ভুমি, জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে । মঙ্গলবার সকালে উপজেলা মৎস্য বিভাগের আয়োজনে বান্দরবান সদর উপজেলা মিলনাতয়ন প্রাঙ্গনে এই কর্মসূচীর উদ্বোধন করা হয় । মাছের পোনা অবমুক্তকরন অনুষ্টানে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন এলাকার মৎস্যচাষীদের মধ্যে মাছের পোনা বিতরণ করেন জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক ।
এসময় অন্যান্যদের মধ্যে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চৌধুরী, সহকারি কমিশনার নুর-এ জান্নাত রুমি, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান জামাল উদ্দিন চৌধুরী, জেলা মৎস কর্মকর্তা কৃষিবিদ এনায়েত হোসেন চৌধুরী, সদর উপজেলা মৎস্য কর্মকর্তা জিয়া উদ্দিনসহ প্রমুখ উপস্থিত ছিলেন। এসময় সাঙ্গু নদী , উপজেলা পরিষদ পুকুর ,পুলিশ লাইন পুকুরসহ বিভিন্ন জলাশয়ে রুই, মৃগেল,কাল বাউশসহ বিভিন্ন প্রজাতির প্রায় তিশ কেজি মাছের পোনা অবমুক্ত করেন অতিথিরা।

আরও পড়ুন