বান্দরবানে ক্যান্টনিজ ভাষার প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

NewsDetails_01

বান্দরবানে ক্যান্টনিজ ভাষার প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লা
অভিবাসনে পিছিয়ে পড়া বান্দরবান পার্বত্য জেলা থেকে বিদেশ গমনেচ্ছুক আদিবাসী কর্মীদের হংকং এর ক্যান্টনিজ ভাষায় পারদর্শী করে তুলতে ৪ মাস ব্যাপী এক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।
আজ মঙ্গলবার সকালে বান্দরবানের মেঘলায় অবস্থিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের হল রুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এই প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্ভোধন করেন পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লা।
বান্দরবান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌঃ মোঃ মাহতাব উদ্দিন পাটোয়ারীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সিভিল সার্জন ডা: অং সুই প্রু মারমা, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ অনেকে।
প্রথমবারের মতো আয়োজিত হংকং এর ক্যান্টনিজ ভাষায় প্রশিক্ষণে অংশ নিচ্ছে বান্দরবান পার্বত্য জেলার ৭টি উপজেলার ১৫ জন আদিবাসী তরুণী।

আরও পড়ুন