বান্দরবানে কাইযেন কনভেনশন অনুষ্ঠিত

NewsDetails_01

বান্দরবানে কাইযেন কনভেনশন অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক ড. মোহাম্মদ আমজাদ হোসেনসহ অন্যরা
বান্দরবান পার্বত্য জেলায় সার্বিক মান ব্যবস্থাপনার (টিকিউএম) মাধ্যমে জনসেবার মানোন্নয়ন শীর্ষক কাইযেন কনভেনশন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকালে বাংলাদেশ লোক প্রশাসন কেন্দ্রের আয়োজনে বান্দরবান জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কাইযেন কনভেনশনে জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক ড. মোহাম্মদ আমজাদ হোসেন ।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ শফিউল আলম, লোক প্রশাসন কেন্দ্রের উপ পরিচালক ড.মোহাম্মদ রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইয়াছির আরাফাত, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুস্মিতা খিসাসহ বিভিন্ন অফিসের কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, বিভিন্ন দাপ্তরিক কর্মকান্ড সুষ্ঠু ভাবে সম্পাদনের জন্য আজকে এ কাইযেন কনভেশনের আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে কর্মকর্তারা আগের চেয়ে সুন্দর, সুশৃংখল ও পরিকল্পিতভাবে কাজ সম্পাদন করতে পারবে।
অনুষ্টানে প্রধান অতিথি বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক ড. মোহাম্মদ আমজাদ হোসেন বলেন , অব্যাহত উন্নয়ন প্রক্রিয়াই হলো কাইযেন। এই কাইযেন প্রশিক্ষনের মধ্য দিয়ে সরকারি সেবা বৃদ্ধি ও সরকারি কর্মকর্তাদের পরিকল্পিতভাবে কাজ সম্পাদন আরো অনেকটাই সহজ হবে।

আরও পড়ুন