বান্দরবানের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন : নিম্মাঞ্চল প্লাবিত

NewsDetails_01

বান্দরবান- চট্টগ্রাম সড়ক
গত কয়েকদিনের টানা বৃষ্টি ও পাহাড়ী ঢলে বান্দরবান জেলার সাংগু নদীতে পানি বেড়ে নিম্মাঞ্চলের কয়েক শত ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে। বৃষ্টিপাতের কারনে বান্দরবান-কেরানিহাট সড়কের বাজালিয়া ও বান্দরবান-রাঙ্গামাটি সড়কের পুলপাড়া এলাকার সড়কে পানি ওঠায় বান্দরবানের সাথে চট্টগ্রাম ও রাঙামাটির যানবাহন চলাচল রয়েছে বন্ধ , এতে চরম ভোগান্তী পোহাতে হচ্ছে সড়কে চলাচলকারী যাত্রীদের।
সাংগু নদীর পানির বৃদ্ধি পেয়ে বান্দরবান পৌর শহরের ইসলামপুর, উজানী পাড়াসহ বেশ কয়েকটি এলাকায় ঘরবাড়ীতে পানি প্রবেশ করায় লোকজন নিরাপদ আশ্রয়ের জন্য বিভিন্ন আশ্রয় কেন্দ্রে ছুটে যাচেছ। অবিরাম বৃষ্টি হলে আরো ঘরবাড়ি ডুবে যাওয়ার এবং পাহাড় ধসের আশংকা রয়েছে। ঘরবাড়িতে পানি ঢুকে যাওয়ায় স্থানীয় বাসিন্দাদের চরম ভোগান্তিতে পোহাতে হচ্ছে।
বান্দরবানের ইসলামপুরের বাসিন্দা আমিনুল ইসলাম বলেন, আমাদের কিছু এলাকা পানির নিচে, বর্ষন অব্যাহত থাকলে নতুন নতুন এলাকা প্লাবিত হবে।
তিন দিনের টানা বর্ষণে বান্দরবানের রুমা উপজেলার সড়ক পথের দলিয়ান পাড়া এলাকায় গত রোববার সড়কের উপর পাহাড় ধসে মাটি চাপা পড়ে এখনও নিখোঁজ রয়েছে অন্তত ৪জন। নিখোঁজ রয়েছে সিংমেচিং (১৭), উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী মুন্নি বড়–য়ার (৩৫), কৃষি ব্যাংক রুমা শাখার কর্মকর্তা গৌতম কুমার নন্দী (৫৫) রুমার ডাকঘরের পোষ্ট মাষ্টার রবিউল। পাহাড় ধসে পড়ার কারনে বান্দরবানের সাথে রুমা উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে আছে।
জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক বলেন, ভারি বর্ষণে বান্দরবানে পাহাড় ধসে প্রাণহানি এবং ক্ষয়ক্ষতির শঙ্কা বাড়ছে। পাহাড় ধসের ঝুঁকিতে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যেতে মাইকিং করা হচ্ছে। বন্যার পানিতে সড়ক তলিয়ে যাওয়ায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ##

আরও পড়ুন