বান্দরবানের রোহিঙ্গাদের জন্য ত্রাণসামগ্রী প্রদান করলো রামকৃষ্ণ মিশন

NewsDetails_01

জেলা প্রশাসক দিলীপ কুমার বণিকের কাছে রোহিঙ্গাদের জন্য ত্রাণ সামগ্রী তুলে দেন ঢাকা রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী ধ্রুবেশানন্দজী মহারাজ
মিয়ানমারে সহিংসতার পালিয়ে আসা রোহিঙ্গা শরনার্থীদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে সনাতন ধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় সংগঠন রামকৃষ্ণ মিশন। বুধবার সকালে বান্দরবানের জেলা প্রশাসক দিলীপ কুমার বণিকের কাছে এক অনুষ্টানের মাধ্যমে অসহায় রোহিঙ্গাদের জন্য এই ত্রাণ সামগ্রী তুলে দেন ঢাকা রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী ধ্রুবেশানন্দজী মহারাজ।
এসময় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক দিদারে আলম মো:মাকসুদ চৌধুরী, চট্টগ্রাম রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী শক্তিনাথানন্দজী মহারাজ, নারায়নগঞ্জ রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী একনাথানন্দজী মহারাজ, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ,বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ও কেন্দ্রীয় দুর্গা মন্দিরের সাধারণ সম্পাদক লক্ষীপদ দাস, বান্দরবান রামকৃষ্ণ মিশনের সভাপতি অনিল কান্তি দাশ ও সাধারণ সম্পাদক দীপক চক্রবর্তীসহ সনাতনী সমাজের নেতৃবৃন্ধ।
অনুষ্টানে জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক বলেন, আমাদের সকলকে সহযোগিতার হাত বাড়াতে হবে। জাতি ধর্ম বর্ণ ভেদাভেদ না করে মানবতার সেবায় সকলে এগিয়ে এসে এই দুর্যোগ সময়কে সামলাতে হবে। অনুষ্টানে বক্তারা বলেন, বর্তমান সরকারের পাশাপাশি আমাদের সকলকে এই রোহিঙ্গাদের পাশে দাঁড়াতে হবে। সকলের অল্প অল্প দানে তাদের জীবনে অনেক স্বচ্ছলতা ফিরে আসবে। সভায় রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে রোহিঙ্গাদের জন্য ৫ টন চাউল,১০০০ পিচ কম্বল ও পাঁচশত পিচ লুঙ্গি জেলা প্রশাসকের হাতে হস্তান্তর করেন রামকৃষ্ণ মিশন ঢাকা ,চট্টগ্রাম ও বান্দরবানের প্রতিনিধিরা।
প্রসঙ্গত,গত ২৫ আগষ্ট মিয়ানমারে সহিংসতার পর থেকে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের বিভিন্ন পয়েন্টে কয়েক হাজার রোহিঙ্গা অবস্থান করছে এবং সরকারী বেসরকারী বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে রোহিঙ্গাদের ত্রাণ সহায়তা প্রদান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন