বান্দরবানের রুমায় ট্রাক খাদে: নিহত ২

NewsDetails_01

বান্দরবানের রুমা উপজেলার রুমা-মুন্নামপাড়া-আর্থা পাড়া সড়কে ট্রাক উল্টে খাদে পড়ে গাড়ির চালকসহ আনসার কমান্ডার নিহত হয়েছেন। নিহতরা হলেন, পুলা অং মারমা ও সম্ভু।
পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার সকাল সাড়ে ১০টায় রুমার ‘টেবিল পাহাড়’ সংলগ্ন ঢালু রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে আনসার ভিডিপি কমান্ডার পুলা অং মারমা রুমা উপজেলার চায়রা গ্রো পাড়ার বাসিন্দা। ট্রাকচালকের নাম সম্ভু, তার বাড়ির ঠিকানা নিশ্চিত করতে পারেনি পুলিশ।
পুলিশ সূত্রে আরো জানা গেছে, ট্রাকটি রুমা থেকে আর্থা পাড়া যাওয়ার পথে পাহাড়ের ঢালে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে খাদে পড়ে যায়। এতে আনসার ভিডিপি কমান্ডার পথচারী পুলা অং ট্রাকচাপায় ঘটনাস্থলেই নিহত হন এবং চালক ট্রাকের ভেতরে প্রাণ হারান। পরে স্থানীয়রা এসে চালক ও পথচারীর মরদেহ উদ্ধার করে।
রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করেছে, লাশ বান্দরবান সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন