বান্দরবানের মন্দির সম্প্রসারণ কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন করলেন বীর বাহাদুর

NewsDetails_01

বান্দরবানের বালাঘাটা রক্ষা কালী মন্দির সম্প্রসারণ কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন করছেন প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি
বান্দরবানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে ৩০ লক্ষ টাকা ব্যায়ে বালাঘাটা সার্বজনীন শ্রী শ্রী রক্ষা কালী মন্দির ভবনের সম্প্রসারণ কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
আজ শুক্রবার সকালে সদরের বালাঘাটা এলাকায় এই ভিত্তি প্রস্তর উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ, পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাশ, কেন্দ্রীয় দূর্গা পূজা উদযাপন পরিষদের সভাপতি অমল কান্তি দাশ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী ইয়াছিন আরাফাত, সাবেক প্রকৌশলী মোঃ আবদুল আজিজ, ১নং ওয়ার্ড পৌর কাউন্সিলর মোঃ আবুল খায়ের আবু, মহিলা কাউন্সিলর উজলা তংঞ্চঙ্গ্যা সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের উর্ধতন কর্মকর্তা ও বালাঘাটা সার্বজনীন শ্রী শ্রী রক্ষা কালী মন্দির পরিচালনা কমিটি ও সনাতনী সমাজের নেতৃবৃন্দরা।
এসময় পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি বলেন,আওয়ামীলীগ সরকার ধর্ম বর্ণ নির্বিশেষে সকল ধর্মের উন্নয়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। আর এই উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে আগামী নির্বাচনে নৌকায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে হবে।

আরও পড়ুন