বাইশারী শাহ্ নুরুদ্দীন দাখিল মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন

NewsDetails_01

বাইশারী শাহ্ নুরুদ্দীন দাখিল মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন
বাইশারী শাহ্ নুরুদ্দীন দাখিল মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার দূর্গম পাহাড়ী জনপদের শিক্ষা প্রতিষ্ঠান বাইশারী শাহ্ নুরুদ্দীন দাখিল মাদ্রাসা শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীরা অবশেষে দীর্ঘ দিনের প্রত্যাশিত এমপিও ভুক্তির দাবীতে মানববন্ধন করেছে। রোববার সকাল ১১ টায় বাইশারী-ঈদগড়-ঈদগাঁও সড়কে মানববন্ধনের আয়োজন করে সরকারের নিকট এমপিও ভুক্তির দাবী জানান। এসময় মাদ্রাসার শত শত শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৯৮৯ সালে প্রতিষ্ঠিত হয়ে ২৬ বছর পার হলেও মাদ্রাসা এমপিও ভুক্ত হয়নি। মাদ্রাসা কর্তৃপক্ষ এমপিও ভুক্তির আওতায় আনার লক্ষ্যে সরকারের বিভিন্ন দফতরে আবেদন করেছেন। কিন্তু পর্যাপ্ত সাড়া পায়নি। দূর্গম জনপদের এই প্রতিষ্ঠানটি প্রতি বছর জেডিসি ও দাখিল পরীক্ষায় শতভাগ রেজাল্ট করে আসছে। মাদ্রাসা শিক্ষকরা অল্প বেতনে হলেও এমপিও ভুক্তির আশায় নিয়মিত শিক্ষার্থীদের পাঠদান দিয়ে যাচ্ছেন।

আরও পড়ুন