বাইশারীতে হতদরিদ্রদের ১০ টাকা কেজি দরে চাউল বিতরণ

NewsDetails_01

নাইক্ষ্যংছড়ির বাইশারীতে হতদরিদ্রদের ১০ টাকা কেজি দরে চাউল বিতরণ
নাইক্ষ্যংছড়ির বাইশারীতে হতদরিদ্রদের ১০ টাকা কেজি দরে চাউল বিতরণ
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে “শেখ হাসিনার বাংলাদেশ : ক্ষুদা হবে নিরুদ্দেশ” এই শ্লোগানটি বাস্তবায়নের লক্ষ্যে হত দরিদ্রদের মাঝে ১০ টাকা কেজি দরে “খাদ্য বান্ধব কর্মসূচির” উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান মোঃ আলম ও ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি জাহাঙ্গীর আলম বাহাদুর।
১১ অক্টোবর মঙ্গলবার সকাল ৯ টায় ইউনিয়নের ২ জন ডিলারের মাধ্যমে হতদরিদ্র পরিবারের মাঝে নির্ধারিত কার্ডে ১০ টাকা কেজি দরে ৩০ কেজি করে চাউল পরিদর্শক উপ-সহকারী কৃষি কর্মকর্তা রফিকুল আলমের উপস্থিতিতে বিতরণ করা হয়। এ সময় খাদ্য গুদাম কর্মকর্তা মোজাফ্ফর আহমদ, ইউপি সদস্য নুরুল আজিম, আবু তাহের, থোয়াইছাহ্লা চাক, সাবেক ছাত্রলীগ নেতা নুরুল কবির রাশেদ, ডিলার বেলাল উদ্দিনসহ গনমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
পরিদর্শক উপ-সহকারী কৃষি কর্মকর্তা রফিকুল আলম জানান, চাউল বিতরণ কর্মসূচি সফল করতে খাদ্য অফিস সহ ইউনিয়নের আওয়ামীলীগ নেতাকর্মীরা সহযোগীতা করছে। হতদরিদ্ররা যেন চাউল পায় সে জন্য বিতরণের দিন থেকে প্রতিটি ডিলার ক্যাম্প পরিদর্শন অব্যাহত থাকবে।

আরও পড়ুন