পুলিশ জনতা এক হয়ে কাজ করলে দেশের উন্নয়ন সম্ভব : প্রতিমন্ত্রী বীর বাহাদুর

NewsDetails_01

জেলা পুলিশের আয়োজনে মতবিনিময় সভায় পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি
পুলিশ জনগনের বন্ধু, পুলিশ জনতা এক হয়ে কাজ করলে দেশের অনেক উন্নয়ন সম্ভব। পুলিশ লাইন্স এ বান্দরবান পার্বত্য জেলা পুলিশ লাইন্স ফায়ারিং রেঞ্জ ব্যারাকের ভিত্তি প্রস্তরস্থাপন এবং পুলিশ লাইন্স স্কুলের ৩য় তলা ভবনের উদ্বোধন উপলক্ষ্যে জেলা পুলিশের আয়োজনে মতবিনিময় সভায় এ কথা বলেছেন পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
এসময় তিনি আরো বলেন, দেশ ও জাতির উন্নয়নে পুলিশ নিরলস ভাবে কাজ করছে। প্রতিটা দেশের জনগণের নিরাপত্তার জন্য পুলিশের ভূমিকা অপরিসীম। পুলিশ দেশ ও জাতির পরম বন্ধু। বান্দরবানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে ৪০ লক্ষ টাকা ব্যায়ে পুলিশ লাইন্স স্কুলের শ্রেণি কক্ষ ৩য় তলা ভবন ও এর আগে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের অর্থায়নে ৭৬ লক্ষ টাকা ব্যয়ে বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের কনফারেন্স রুমের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
বৃহস্পতিবার সকালে বান্দরবানের বালাঘাটা পুলিশ লাইন্স এ বান্দরবান পার্বত্য জেলা পুলিশ লাইন্স ফায়ারিং রেঞ্জ ব্যারাকের ভিত্তি প্রস্তর স্থাপন এবং পুলিশ লাইন্স স্কুলের ৩য় তলা ভবনের উদ্বোধন উপলক্ষ্যে জেলা পুলিশের আয়োজনে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার ইয়াছির আরাফাতের সঞ্চালনায় পুলিশ সুৃপার সঞ্জিত কুমার রায়ের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শফিউল আলম,অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ আলী হোসেন,পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ,পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাস,পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী মো. আবদুল আজিজ,গণপূর্ত বিভাগের উপ সহকারী প্রকৌশলী সুশান্ত কুমার দে,বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ ইসলাম কোম্পানী,পৌর আওয়ামীলীগের সভাপতি অমল কান্তি দাশ,লামা উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. ইসমাইল,পুলিশ, লাইন্স স্কুলেরা প্রধান শিক্ষক ললিত মোহন ভৌমিকসহ বিভিন্ন বিভাগের উর্ধতন কর্মকর্তা,প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার সাংবাদিকরা ।

আরও পড়ুন