পাহাড়ে উন্নয়ন কার্যক্রম অব্যাহত রয়েছে : বীর বাহাদুর

NewsDetails_01

বাগমারা মন্দির উৎসর্গ অনুষ্টানে প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি
সরকারের উন্নয়ন কর্মকান্ডের অংশ হিসেবে আজ পার্বত্য এলাকার সর্বত্র উন্নয়ন কার্যক্রম অব্যাহত রয়েছে। মন্দির, মসজিদ, বিহার,গীর্জাসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানসহ সড়ক যোগাযোগ, শিক্ষা, চিকিৎসাসহ সকল ক্ষেত্রে আজ পার্বত্য এলাকা সবদিকে এগিয়ে। আগামীতে সকলের সহযোগিতায় এই উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। রবিবার সকালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাগমারা মন্দির উৎসর্গ অনুষ্টানে যোগ দিয়ে একথা বলেন।
এসময় প্রতিমন্ত্রীর সাথে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার অর্নিবাণ চাকমা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চৌধুরী। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদের সদস্য ম্রাচা খেয়াং, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী মো:আব্দুল আজিজ,সহকারী প্রকৌশলী মো: নুর হোসেন,বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: রফিক উল্লাহ, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি পাইহ্লা অং মার্মা, কুহালং ইউনিয়নের চেয়ারম্যান সানুপ্রু মার্মা, বাঘমারা পাড়া বৌদ্ধ বিহারের বিহার অধ্যক্ষ ও পার্বত্য ভিক্ষু পরিষদের সাবেক সভাপতি উ সমা মহাথের সহ বিভিন্ন বৌদ্ধ বিহারের বিহার অধ্যক্ষ ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
এসময় প্রতিমন্ত্রী ফিতা কেটে ২ হাজার ১১ সালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে প্রায় বিশ লক্ষ টাকা ব্যায়ে নির্মিত বৌদ্ধ বিহারের উৎসর্গ করেন। পরে বিহার উৎসর্গ উপলক্ষে এক ধর্মদেশনা ও সভায় যোগদেন প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
পরে প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি বাঘমারা পাড়া বৌদ্ধ বিহারের বিভিন্ন উন্নয়ন কাজ করে দেওয়ার আশ্বাস প্রদান করেন।

আরও পড়ুন