গণমাধ্যমে প্রকাশিত বান্দরবান মহিলা কলেজের নির্মাণ কাজের সংবাদের ব্যাখ্যা

NewsDetails_01

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিট অফিসের তত্ত্ববধানে নির্মানাধীন বান্দরবান সরকারী মহিলা কলেজের ৩য় তলার ড্রপ ওয়াল নির্মাণ কাজে “ রডের বদলে বাঁশ ব্যবহার ” গত ২০ ও ২১ জুলাই বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টি গোচর হয়েছে।
এই ঘটনায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিট অফিসের প্রকৌশল শাখা কোন ভাবে জড়িত নয়। নির্মাণ শ্রমিকদের প্রচলিত ধারণাজনিত সাধারণ ভুলের কারনে এমনটি ঘটেছে। নিয়ম অনুযায়ী ঠিকাদারের তত্ত্ববধানে নির্মাণ শ্রমিকরা রড লাগানো এবং বাঁধাই কাজ সম্পন্ন করার পর দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী তা পরিদর্শন করেন। এরপর সংশ্লিষ্ট একজন সহকারী প্রকৌশলী পরীক্ষা নিরিক্ষার পরই ঢালাই কাজ করা হয়।
গত বুধবার সন্ধ্যায় কলেজের অধ্যক্ষ, প্রভাষক ও সহকারী প্রকৌশলী ঘটনাস্থল পরিদর্শন করে দেখতে পায় কোন কঞ্চি নাই, ভুল করার বিষয়টি বুঝতে পেরে শ্রমিকরা নিজেরা কঞ্চিগুলো খুলে ফেলে।
উর্ধ্বতর কর্তৃপক্ষের নির্দেশনার অপেক্ষায় থাকার জন্য নির্মান কাজটি বন্ধ রাখতে ঠিকাদারকে নির্দেশ দেওয়া হয়েছে। আশাকরি এই ব্যাখ্যার পর সুষ্ট ভুল বুঝাবুঝির অবসান ঘটবে।

আব্দুল আজিজ
নির্বাহী প্রকৌশলী
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড
বান্দরবান।

আরও পড়ুন