নাইক্ষ্যংছড়ি থেকে ৬ রোহিঙ্গা দালাল গ্রেফতার

NewsDetails_01

নাইক্ষ্যংছড়ি উপজেলার মিয়ানমার সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশে সহায়তাকারী ৬ দালাল আটক করে পুলিশে দিয়েছে বিজিবি ।

আটককৃতরা হলো- টেকনাফ কেরনতলী এলাকার নুরুল কবিরের ছেলে আজিজুল হক (২২), গোদারবিল গ্রামের মো: সিরাজের পুত্র রিয়াজ (৪৫), নুরুল হকের ছেলে মো: নাছির (৩২), ফিরোজ উদ্দিনের ছেলে ওয়াজ উদ্দিন (২২), শাহপরীরদ্বীপ এলাকার মৃত হোসেনের ছেলে রহমত উল্লাহ (৫০) ও আবদুল গফুরের ছেলে মো: হোসেন (৩৫)।

NewsDetails_03

রোববার আটককৃতদের নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তর করে বিজিবি ।

স্থানীয় ও বিজিবি জানায়,গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে ৬ দালালকে আটক করা হয় । এছাড়াও আটকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিয়ানমার থেকে অবৈধভাবে বাংলাদেশে রোহিঙ্গা নাগরিকদের অনুপ্রবেশ করাতো বলে স্বীকার করেছে। অভিযানে নেতৃত্ত দেন কক্সবাজার ৩৪ বিজিবি নিয়ন্ত্রিত তুমব্রু বিওপি কমান্ডার নায়েব সুবেদার অহিত।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ কবির বলেন, বিজিবি আটককৃতদে থানায় হস্তান্তর করেছে । তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে ।

আরও পড়ুন