নাইক্ষ্যংছড়িতে সমাপনী পরীক্ষায় অনিয়মের অভিযোগ

NewsDetails_01

%e0%a6%85%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%af%e0%a7%8b%e0%a6%97বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে সমাপনী পরীক্ষায় নানা অনিয়ম এর অভিযোগ উঠেছে। গত ২৩ নভেম্বর ভুয়া পরীক্ষার্থী এনে দৌছড়ি ইউনিয়নে লেমুছড়ি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দেয়ার অভিযোগ তুলে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাইক্ষ্যংছড়ি বরাবর প্রদান করেন, দৌছড়ি সাবেক ইউপি সদস্য ও আওয়ামীলীগ সভাপতি মুজিবুর রহমান।
অভিযোগে জানা যায়, পালংখাই বেসরকারি প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষ ওমর ফারুক রোল ১৫৩৭ এবং রিফাতুল ইসলাম রোল ১৬৩২ নামে দুই পরীক্ষার্থী পার্শবর্তী রামু উপজেলা থেকে ৬ষ্ট শ্রেণী র ছাত্র এনে পরীক্ষায় অংশ গ্রহন করিয়েছেন।
আরো জানা গেছে, উপজেলার বিভিন্ন শিক্ষার্থী বিহীন নামসর্বস্ব প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেন রয়েছে যারা রেজিষ্টেশন ও সরকারীকরণ এর আশায় বিভিন্ন কেন্দ্রে শতাধিক পরীক্ষার্থী ভাড়া করে এনে পরীক্ষা দিয়েছেন।
উপজেলা শিক্ষা কর্মকর্তা আবু আহাম্মদ জানিয়েছেন, এমন অভিযোগ প্রমান হলে তিনি ঐ শিক্ষাপ্রতিষ্ঠান এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করবেন

আরও পড়ুন