নাইক্ষ্যংছড়িতে মিয়ানমারের মুদ্রা রাখায় যুবক গ্রেফতার

NewsDetails_01

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমের তুমব্রু সীমান্ত দিয়ে অবৈধ ভাবে মিয়ানমারের কিয়েট বাংলাদেশের অভ্যন্তরে নিয়ে আসায় এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি। আটককৃত ব্যক্তি হলেন- ক্যাসাইনু মার্মা । সে রাঙ্গামাটি জেলার চন্দ্রঘোনা থানার রাইখালী এলাকার বাসিন্দা । বুধবার তার বিরুদ্ধে নাইক্ষ্যংছড়ি থানায় মামলা দায়ের করা হয়েছে । তুমব্রু বিওপির নায়েক সুবেদার মাহবুব আলম জানান,ক্যাসাইনু মিয়ানমার সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে অনুপ্রবেশ করেছে এমন সংবাদের ভিত্তিতে তুমব্রু বাজার থেকে তাকে আটক করা হয়। এসময় তার দেহ তল্লাশী করে মিয়ানমারের প্রায় ৩৭ হাজার কিয়েট, জাতীয় পরিচয় পত্র, মেমোরি কার্ড জব্দ করা হয়। আটকের পর নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তর করা হয় । নাইক্ষ্যংছড়ি থানার ওসি (তদন্ত) জায়েদ নুর জানান, সরকারী শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ ভাবে মিয়ানমারের কিয়েট বাংলাদেশের অভ্যন্তরে নিয়ে এসেছে ক্যাসাইনু । তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন