নাইক্ষ্যংছড়িতে বিজয় দিবস

NewsDetails_01

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে মহান বিজয় দিবস পালন করা হয়েছে। রাত ১২:০১ মিনিটে মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে ও উপজেলা পরিষদ চত্বরে পুস্পস্তবক অর্পন করে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, বাংলাদেশ পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, বাংলাদেশ আওয়ামীলীগ, জাতীয়তাবাদী দলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান।
সকাল ৭ টা জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও ডিসপ্লে ক্রীড়া প্রতিযোগিতা। জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম সরওয়ার কামাল, উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৈহিদুল কবির। পরে পুরস্কার বিতরণ অনুষ্টান ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা ছালেহ আহাম্মদ সরকারী স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এছাড়া জাতীয় শান্তি ও অগ্রগতী কামনা করে বিভিন্ন মসজিদ, মন্দির, ক্যয়াং এ প্রার্থনা ও এতিম খানায় খাবার পরিবেশন করা হয়।

আরও পড়ুন