থানচিতে অরক্ষিত বন জরিপের মতবিনিময় সভা

NewsDetails_01

থানচিতে অরক্ষিত বন জরিপের মতবিনিময় সভা
বান্দরবানের থানচি উপজেলায় অরক্ষিত বন জরিপের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ আয়োজনে উপজেলা জনসেবা কেন্দ্র (গোলঘর)’এর মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলমের সভাপতিত্ব করেন।
মঙ্গলবার সকাল ১১ টায় মতবিনিময় সভায় পার্বত্য আঞ্চলিক পরিষদের সদস্য কেএসমং মারমা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বন সংরক্ষক শোহেল রানা, উপজেলা চেয়ারম্যান ক্যহ্লাচিং মারমা, জেলা পরিষদ সদস্য থোয়াইহ্লামং মারমা, উপজেলা ভাইস চেয়ারম্যান চসাথোয়াই মারমা (পক্শৈ), ন্যাশনাল কনসালটেন্ট মাহামুদ রাজিব, অফিসার ইনচার্জ আব্দুল সাত্তার ভুইয়া, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম (শহীদ), ইউ.পি চেয়ারম্যান মং প্রু অং মারমা, যুবলীগের নেতা রেংচিং ম্রো। এছাড়াও বিভিন্ন পাড়া হেডম্যান/কারবারি এবং ইউনিয়ন চেয়ারম্যান দের প্রতিনিধিরা মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন।

আরও পড়ুন