তিন সার্কেল চিফরা সভায় উপস্থিত থাকেন না : বীর বাহাদুর

NewsDetails_01

বান্দরবান পার্বত্য জেলার ঐতিহ্যবাহী ১৪০তম বোমাং রাজ পূণ্যাহ মেলায় প্রতিমন্ত্রী বীর বাহাদুর
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর বলেছেন, তিন পার্বত্য জেলার সার্কেল চিফদের সভায় আমন্ত্রণ জানানো হয় । কিন্তু তাদের ব্যর্থতার কারণে কিনা জানি না, কিন্তু তারা অধিকাংশ সময় সভায় তারা উপস্থিত থাকেন না । যার ফলে আমরা এলাকার সমস্যাগুলো চিহ্নিত করতে পারিনা, অনেক সময় তা সমাধান করতে পারিনা । বৃহস্পতিবার দুপুরে বান্দরবান পার্বত্য জেলার ঐতিহ্যবাহী ১৪০তম বোমাং রাজ পূণ্যাহ মেলায় বিশেষ অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ডঃ আব্দুর রাজ্জাক, পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুরসহ দেশী বিদেশী অতিথিরা। তবে তিনি আরো বলেন,আগামী দিনগুলো বসে আমরা সমস্যাগুলো চিহ্নিত করে সমাধান করব । যা এলাকার উন্নয়ন হবে ।

আরও পড়ুন