ঝাড়ু হাতে পর্যটন স্পট পরিষ্কারে অভিযানে নামলেন বান্দরবানের জেলা প্রশাসক

NewsDetails_01

ঝাড়ু হাতে পর্যটন স্পট পরিষ্কারে অভিযানে নামলেন বান্দরবানের জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক
পর্যটকদের কাছে বান্দরবান জেলা আরো আকর্ষনীয় করে তুলতে এবং সুন্দর ও প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর করতে ঝাড়– হাতে পরিচ্ছন্নতা অভিযানে নামলেন বান্দরবানের জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক। বান্দরবানের পর্যটন স্পটসমুহে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়েছে এই পরিচ্ছিন্ন অভিযান।
আজ রবিবার সকালে বান্দরবান জেলা প্রশাসনের আয়োজনে বান্দরবান সদরের মেঘলা তালুকদার পাড়া হতে মেঘলা পর্যটন কেন্দ্র পর্যন্ত এই পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। এসময় জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক, অতিরিক্ত জেলা প্রশাসক মো: শফিউল আলম, জেলা প্রসাশনের নেজারত ডেপুটি কালেক্টর মো: আলীনূর খান,সহকারি কমিশনার মো: কামরুজ্জামান, মো:রেদুয়ানুল হালিম, অরুণ কৃষ্ণ পাল, বান্দরবান পৌরসভার সচিব মো: তৌহিদুল ইসলামসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। এসময় রাস্তার দুপাশের ময়লা ও আবর্জনা পরিস্কার পরিচ্ছন্ন করা হয়। আয়োজকেরা জানান, আগামীতে এই ধরণের কর্মসুচী অব্যাহত থাকবে।

আরও পড়ুন