চুক্তির পূর্ণ বাস্তবায়নের দাবিতে জনসংহতি সমিতির বিক্ষোভ মিছিল

NewsDetails_01

পার্বত্য চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা আর পার্বত্য চুক্তি বিরোধী সকল কার্যক্রম প্রতিরোধের ডাক দিয়ে বান্দরবানে বিক্ষোভ মিছিল করেছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি বান্দরবান জেলা শাখা । দুপুরে শান্তি চুক্তিকে কেন্দ্র করে বান্দরবানের পুরাতন রাজার মাঠ থেকে একটি মিছিল বের করা হয় । মিছিলটি বান্দরবানের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয় । মিছিলটিতে বিভিন্ন বয়সী হাজারো নারী পুরুষ অংশগ্রহণ করেন । এ সময় বিভিন্ন শ্লোগান সম্বলিত লাল প্লেকার্ড নিয়ে তরুণ তরুণীরা অংশগ্রহণ করেন । পরে পুরাতন রাজার মাঠে এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয় । এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং । সমাবেশে বক্তব্য রাখেন বান্দরবান জেলা শাখার সভাপতি উছোমং, সাধারন সম্পাদক ক্য বা মং সহ আরো অনেকে । এ সময় বক্তারা পার্বত্য শান্তি চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবি জানান

আরও পড়ুন