চিম্বুকের ওয়াই জংশনে চিকিৎসা সেবা ক্যাম্প

NewsDetails_01

dsc_0521বান্দরবান পার্বত্য জেলার চিম্বুক এলাকার ওয়াই জংশনে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর সহধর্মীনি মে হ্লা প্রু’র উদ্দ্যেগে কম্বল বিতরণ ও চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে চিম্বুকের ওয়াই জংশনে চিকিৎসা সেবা ক্যাম্প এর অনুষ্টানে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রীর সহধর্মীনি মে হ্লা প্রু, পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মং ক্য চিং চৌধুরী, পার্বত্য জেলা পরিষদের সদস্য সিং য়ং ম্রো, ডা: ভানু মার্মা,ডা: মোস্তফা কামাল,ড: সুইসা মার্মা, ডা: নুসরাত সায়মা জিনিয়া,জেলা মহিলা আওয়ামীলীগের নেত্রী উমেনু মার্মা,পৌর কমিশনার সালেহা বেগম, এমেচিং মার্মা, মেসাচিং মার্মা, জেলা ছাত্রলীগের সভাপতি কাউছার সোহাগ, সাধারণ সম্পাদক জনি সুশীল, পৌর সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ ফাহিমসহ অনেকে। এই সময় তিন শতাধিক ম্রো আদিবাসীকে চিকিৎসা সেবা দেওয়া হয়, পরে তাদের শীতের কম্বল বিতরণ করা হয়।

চিম্বুকের ওয়াই জংশনে চিকিৎসা সেবা ক্যাম্পে ম্রো আদিবাসীরা
চিম্বুকের ওয়াই জংশনে চিকিৎসা সেবা ক্যাম্পে ম্রো আদিবাসীরা

উল্লেখ্য, এর আগেও বান্দরবানে হত দরিদ্র মানুষের পাশে গিয়ে বিভিন্ন পাড়ায় শীতবস্ত্র বিতরণ করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপির সহধর্মীনি মেহ্লা প্রু ।

আরও পড়ুন