কাল থেকে বান্দরবানে শুরু আইসিটি বিষয়ে কর্মশালা

NewsDetails_01

বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ায় সহযোগিতার দৃঢ় প্রত্যয় নিয়ে এগিয়ে চলছে Tech Solution It Farm. আইসিটিতে বান্দরবান পার্বত্য জেলাকে এগিয়ে নিতে আইসিটি বিষয়ে ধারণা দেবার লক্ষ্যে কর্মশালার আয়োজন করা হচ্ছে। এ উপলক্ষ্যে কাল ৩০ সেপ্টেম্বর বান্দরবান শহরের আল-ফারুক ইনস্টিটিউট এ প্রথম কর্মশালার আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মফিদুল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি জ্ঞাপন করেছেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আল-ফারুক ইনস্টিটিউটের অধ্যক্ষ আবু হামিদ মোহাম্মদ আশিকুল্লাহ। ICT বিষয়ে ক্যারিয়ার ডেভেলপমেন্ট শীর্ষক মোটিভেশন প্রদান করবেন বান্দরবান এলইডিপি প্রজেক্টের মাস্টার ট্রেইনার ও ফ্রিল্যান্সার তাহাসিন চৌধুরী।
বান্দরবানে আইসিটি বিষয়ে শিক্ষক স্বল্পতা থাকায় শিক্ষার্থীরা এ বিষয়ে স্বচ্ছ ধারণা পাচ্ছেনা। বিষয়টিকে গুরুত্বের সাথে বিবেচনায় নিয়ে Tech Solution It Farm এর সহযোগিতায় বাংলাদেশ ও তিন পার্বত্য জেলায় প্রথম স্থাপিত ’ handicrafts based e-commarce site hillhandicrafts.com বান্দরবানের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ICT বিষয়ে সঠিক ধারণা প্রদান ও ক্যারিয়ার গঠন শীর্ষক কর্মশালার আয়োজন করছে।
অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার হিসেবে থাকছে তিন পার্বত্য জেলার জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল paharbarta.com অনুষ্ঠানটির লাইভ পার্টনার হিসেবে থাকছে dhakalive, ডিজিটাল পার্টনার হিসেবে থাকছে itbazar.com.bd

আরও পড়ুন