কালাঘাটা গৌতম বিহারে কঠিন চীবর দান অনুষ্ঠান

NewsDetails_01

গৌতম বিহারে চীবর দান অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বীর বাহাদুরের সহধর্মীনি মেহ্লাপ্রুসহ অন্যরা। ছবি-রাহুল বড়ুয়া ছোটন।
গৌতম বিহারে চীবর দান অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বীর বাহাদুরের সহধর্মীনি মেহ্লাপ্রুসহ অন্যরা। ছবি-রাহুল বড়ুয়া ছোটন।
বান্দরবান শহরের কালাঘাটা এলাকার আম্রকানন বৌদ্ধ পল্লীর গৌতম বিহারে নানা আয়োজনে বৌদ্ধ ধর্মাবলম্বীরা কঠিন চীবর দান অনুষ্ঠান শেষ হয়েছে।
এসময় বৌদ্ধ ধর্মের উপাসক-উপাসিকরা ভগবান বুদ্ধের উদ্দেশ্যে চীবর দান করেন। অনুষ্টানে বুদ্ধপূজা, সংঘদান, অষ্ট পরিষ্কার দান, বুদ্ধ মূর্তিদান, ত্রিপিটক দানসহ ধর্মীয় প্রার্থনায় মিলিত হয় বৌদ্ধ ধর্মানুসারীরা। কঠিন চীবর দান উপলক্ষে দায়ক-দায়িকারা বিহারে সমবেত হয়ে পঞ্চশীল গ্রহণ করেন ।
শীলঘাটা পরিনির্বান বিহারের বিহার অধ্যক্ষ ভদন্ত রত্নপ্রিয় মহাস্থবিরের সভাপতিত্বে কঠিন চীবর দান অনুষ্ঠানে আশির্বাদক হিসাবে উপস্থিত ছিলেন কালাঘাটা গৌতম বিহারের বিহার অধ্যক্ষ শ্রী মৎ সংঘপ্রিয় মহাথের, আরো উপস্থিত ছিলেন, ভদন্ত ধর্মতিলক থের ভদন্ত তেজপ্রিয় থের, উ কন্ডাঞা থের, ভদন্ত সত্যজিত থের নন্দ বোধি ভিক্ষু উপস্থিত ছিলেন।
গৌতম বিহারে চীবর দান অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রতিমন্ত্রী বীর বাহাদুরের সহধর্মীনি মেহ্লাপ্রু। ছবি-রাহুল বড়ুয়া ছোটন।
গৌতম বিহারে চীবর দান অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রতিমন্ত্রী বীর বাহাদুরের সহধর্মীনি মেহ্লাপ্রু। ছবি-রাহুল বড়ুয়া ছোটন।
আরো উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুরের সহধর্মীনি মেহ্লাপ্রু, জেলা পরিষদ এর সাবেক চেয়ারম্যান মং ক্য চিং চৌধুরী, পৌর মেয়রের সহধর্মীনি কামরুন নেছা বেবী, পার্বত্য জেলা পরিষদ সদস্য লক্ষীপদ দাশ এর সহধর্মীনি সীমা দাশ, কমিশনার দীলিপ বড়ুয়া, অজিত কান্তি দাশ প্রমুখ। এসময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুরের সহধর্মীনি মেহ্লাপ্রু কালাঘাটা বিহার পরিচালনা কমিটিকে ১০ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করেন।
পুণ্যার্জনের জন্য জেলার বিভিন্ন এলাকা থেকে শতশত আদিবাসী নারী-পুরুষ এ অনুষ্ঠানে যোগদান করেন। বিকেলে ভগবান বুদ্ধের উদ্দেশ্য মন্দিরে প্রদীপ প্রজ্জলন এবং ফানুস উত্তোলনের মধ্য দিয়ে কালাঘাটা গৌতম বিহারের এই কঠিন চীবর দান উৎসব শেষ হয়।

আরও পড়ুন