উম্মে কুলসুম সুলতানা : বান্দরবানের প্রতিষ্ঠিত ফ্যাশন ডিজাইনার

NewsDetails_01

উম্মে কুলসুম সুলতানা বান্দরবানের একজন সুপরিচিত ফ্যাশন ডিজাইনার ও উদ্যোক্তা। ২০০২ সালে নিজের ডিজাইন করা পোশাক নিয়ে বান্দরবানে গড়ে তোলেন বুটিক হাউস ‘জত্রিতা’। মূলত আদিবাসীদের পোশাকের বিভিন মোটিফ নিয়ে কাজ করছেন তিনি। দেশের বাইরে বেলজিয়াম, সাউথ কোরিয়া, অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র যাচ্ছে তার তৈরি করা পোশাক। ফ্যাশন ডিজাইনার হিসেবে বেশ কিছু পুরস্কার পেয়েছেন উম্মে কুলসুম সুলতানা। ২০১০ থেকে ২০১৫ সাল পর্যন্ত প্রথম আলো ঈদ ফ্যাশন প্রতিযোগিতায় টানা পুরস্কৃত হয়েছেন। ২০১৫ সালে হয়েছেন ‘সেরাদের সেরা’। ২০১৩ সালে আনন্দভুবন ম্যাগাজিন আয়োজিত ফ্যাশন প্রতিযোগিতায় ৬টি বিভাগে পুরস্কার পান। বান্দরবান শাখার জাতীয় যুব উন্নয়নের কেন্দ্রের প্রশিক্ষক হিসেবে কাজ করছেন তিনি। এছাড়া উম্মে কুলসুম সুলতানা বান্দারবান উইমেন চেম্বার এন্ড কমার্স-এর ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।

আরও পড়ুন