আলীকদমে ত্রাণ বিতরণ করলেন প্রতিমন্ত্রী বীর বাহাদুর

NewsDetails_01

আলীকদমে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বীর বাহাদুরসহ অন্য অতিথিরা
আলীকদমে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বীর বাহাদুরসহ অন্য অতিথিরা
বান্দরবান পার্বত্য জেলার আলীকদম উপজেলায় খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় হত দরিদ্রদের ১০ টাকা মূল্যের চাল ও বিনামূল্যে ভুট্টা বীজ রাসায়নিক সারসহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউটিন বিতরন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি।

NewsDetails_03

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে আলীকদম উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি । অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা প্রশাসক দিলিপ কুমার বণিক, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, আলীকদম সেনা জোন কমান্ডার লেঃ কর্ণেল সরোয়ার হোসেন পি. এস. সি। আরো উপস্থিত ছিলেন, আলীকদম উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম ,আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদ মাহমুদ, আলীকদম সদর ইউ. পি চেয়ারম্যান জামাল উদ্দিনসহ অনেকে।
প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর বলেন, অতীতে আলীকদম উপজেলার জীবন যাত্রার মানোন্নয়নে প্রচুর কাজ করেছি সেই ধারাবাহিকতায় আলীর সুডুং ব্রীজ নির্মাণ ,দোছড়ি রাস্তা নির্মাণ, কুরুকপাতা রাস্তা নির্মাণসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প গ্রহন করেছি। এসময় তিনি আরো বলেন, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে ও উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে দেশকে এগিয়ে নিয়ে যেতে সবাইকে একযোগে কাজ করে যেতে হবে।

আরও পড়ুন