আলীকদমে জীপ গাড়ি খাদে পড়ে ১১ পর্যটক আহত

NewsDetails_01

আলীকদমের দুর্ঘটনায় পতিত জীপগাড়ি
বান্দরবানের আলীকদম উপজেলায় জীপ গাড়ি পাহাড়ি খাদে পড়ে ১১ পর্যটক আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে আলীকদম-থানচি সড়কের ১৭ কিলোমিটার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষনিকভাবে আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষ্যদর্শী সূত্র জানায়, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে আলীকদম থেকে একটি জীপ গাড়ি পর্যটক নিয়ে ডিমপাহাড় এলাকায় যাচ্ছিল। গাড়িটি সড়কের ১৭ কিলোমিটার এলাকায় পৌঁছলে যান্ত্রিক ক্রুটির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে গাড়িতে থাকা ১১ পর্যটক কম বেশি আহত হন। খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা আহতদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
জেলার আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী সাইদুল ইসলাম, সড়ক দুর্ঘটনায় ১১ পর্যটক আহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন