আজ বৌদ্ধধর্মাবলম্বীদের মধু পূর্ণিমা

NewsDetails_01

নানা মাঙ্গলিক আয়োজনের মধ্যে দিয়ে বান্দরবানে পালিত হচ্ছে বৌদ্ধধর্মাবলম্বীদের মধু পূর্ণিমা। সোমবার সকাল থেকে নানা বয়সের পূজারিরা জেলার বিভিন্ন বিহারে সমবেত হয়ে ভগবানের উদ্দেশ্যে মধু দান করেন । এছাড়াও ভক্তরা বিভিন্ন ধরনের হাতে তৈরি পিঠা, আহার এবং মোমবাতি দান করেন । বিকেল থেকে হাজার প্রদীপ প্রজ্বলন, অষ্টপরিষ্কার দান,পঞ্চশীল ও অষ্টশীল গ্রহণ করছেন ভক্তরা । পারিলেয়া বনে হস্তিরাজ কর্তৃক ভগবান বুদ্ধের সেবাপ্রাপ্তি ও বানরের মধুদানের কারণে এ দিনটি বৌদ্ধদের কাছে স্মরণীয় ও আনন্দ-উৎসবমুখর পুণ্যময় একটি দিন। তাই এই দিনটিকে বৌদ্ধ ধর্মের অনুসারীরা যথাযথ মর্যাদাপূর্ণভাবে পালন করে থাকে।

আরও পড়ুন