আজ বান্দরবান মুক্ত দিবস

NewsDetails_01

১৯৭১ সালের ১৪ ডিসেম্বর হানাদার মুক্ত হয় পার্বত্য জেলা বান্দরবান। এদিনে জেলা শহরের বর্তমান পানি উন্নয়ন বোর্ডের অফিসটিতে প্রথম মুক্তিযোদ্ধারা লাল-সবুজের বিজয় পতাকা উড়িয়ে জানিয়ে দেয় আজ থেকে বান্দরবান মুক্ত।
তৎকালিন মহুকুমা প্রশাসক আবদুর শাকুরের নেতৃত্বে মুক্তিযোদ্ধা এবং স্থানীয় আওয়ামী লীগ নেতারা সেদিন বিজয়ের পতাকা উত্তোলন করেন। দেশের অন্য স্থানের মত বান্দরবানে বড় ধরনের যুদ্ধ না হলেও যুদ্ধচলার সময়ে রোয়াংছড়ি উপজেলার নোয়াপতং ইউনিয়নের ক্যানাইজু পাড়ায় পাকিস্থানি বাহিনীর সঙ্গে মুক্তিযোদ্ধাদের যুদ্ধে শহীদ হন অবাঙ্গালি মুক্তিযোদ্ধা টিএম আলী।
রাজাকাররা বালাঘাটার কাছে চড়ুই পাড়া এলাকায় আলী আহম্মদ, কাশেম আলীসহ তিনজনকে হত্যা করে। এছাড়া কোর্ট দারগা মনমোহন ভট্টচার্যও তার শিশু সন্তান রতনকেও মেঘলা এলাকায় নিয়ে হত্যা করে রাজাকাররা। এই দিন বান্দরবানের মানুষ জয় বাংলা বলে আনন্দ উল্লাসে ফেটে পরে।

আরও পড়ুন