নারীর মানবাধিকার উন্নয়ন ও সুরক্ষায় ন্যায় বিচার নিশ্চিতকরনে এনজিও সংশ্লিষ্ট সকলের ভূমিকা শীর্ষক কর্মশালা শুরু হয়েছে। শুক্রবার সকালে বান্দরবান শহরের একটি আবাসিক হোটেল মিলনায়তনে তিনদিন ব্যাপি এই কর্মশালার আয়োজন করা হয়। জেলার উন্নয়ন সংস্থা গ্রাউসের সিনিয়র ব্যবস্থাপক আপুসে মার্মার সভাপতিত্বে কর্মশালার উদ্ভোধন করেন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার নির্বাহী পরিচালক মোস্তফা সোহেল, এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার প্রকল্প সমন্বয়কারী মো: ফয়সাল আহম্মদ, চ্যাপ্টার কো অর্ডিনেটর সিরাজুল ইসলাম ও গ্রাউসের প্রোগ্রাম ডিরেক্টও চিন্ময় ম্রোসহ অনেকে। কর্মশালায় বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার নির্বাহী পরিচালক মোস্তফা সোহেল বলেন, সারাদেশে নারী ও শিশুর প্রতি সহিংসতা দিন দিন বাড়ছে, তিন পার্বত্য জেলা এর বাইরে নয়। প্রতিনিয়ত ধর্ষন,হত্যা, পারিবারিক সহিংসতা বেড়ে চলছে, এর প্রধান কারন সচেতনতার অভাব, সবাই সচেতন হলে এসব ঘটনা কমে আসবে।
আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।
Site Powered By DigitB