জান্নাতুল ফেরদৌস ও শুক্কুর আলী
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় অসামাজিক কার্যকলাপের অভিযোগে দুইজনকে ৪২দিনের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত, নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: দাউদ হোসেন চৌধুরী। কারাদন্ড প্রাপ্তরা হলেন শুক্কুর আলী (২২) ও জান্নাতুল ফেরদৌস (১৮)। শুক্কুর আলী বান্দরবান শহরের ক্যচিং ঘাটা এলাকার নতুনপাড়া এবং জান্নাতুল ফেরদৌস মধ্যম পাড়ার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাত প্রায় সাড়ে ১০টার সময় জেলার রোয়াংছড়ি বাজারস্থ রাঁধামন আবাসিক হোটেলের গোপন সংবাদ ভিত্তিতে রোয়াংছড়ি থানা পুলিশ অভিযান চালিয়ে অসমাজিক কাজ করার দায়ে মো: শুক্কুর আলী ও জান্নাতুল ফেরদৌসকে গ্রেফতার করেন। পরদিন শনিবার সকাল প্রায় ১১টায় দিকে নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে মোবাইল কোর্ট বা ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে দন্ডবিধি ১৮৬০ এর ২৯৪ ধারায় এ দুই জনকে ৪২দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন ভ্রামমান আদালত। মো: শুক্কুর আলী, পটুয়াখালী জেলার দশমিনা থানার নেহালগঞ্জ গ্রামের মো: আব্দুল জব্বারের ছেলে জান্নাতুল ফেরদৌস চট্টগ্রামের লোহাগাড়া থানার চুনোতি বড়ুয়া পাড়ার মৃত রশিদ আহাম্মেদের কণ্যা।
vlo
Moin Khan
😁
আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।
Site Powered By DigitB