অবাধে পাহাড় কাটা বন্ধের দাবিতে বান্দরবানে মানববন্ধন

NewsDetails_01

অবাধে পাহাড় কাটা বন্ধের দাবিতে বান্দরবানে মানববন্ধন
বান্দরবানে অবাধে পাহাড় কাটা ও ঝিরি-ঝর্না থেকে পাথর উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় একটি সংগঠন। বুধবার সকালে শহরের বঙ্গবন্ধু মুক্তমঞ্চে এই মানববন্ধনে বক্তারা বলেন, নির্বিচারে বৃক্ষ নিধন ও পাথর উত্তোলনের কারণে পাহাড়ি এলাকায় পানির উৎস নষ্ট হয়ে যাচ্ছে। অন্যদিকে অপরিকল্পিতভাবে পাহাড় কাটার কারণে ঘটছে মানবিক বিপর্যয়। এসব দুর্যোগ থেকে স্থানীয়দের রক্ষা করতে হলে প্রতিটি পাড়ায়, প্রতিটি এলাকায় সবুজ বনায়ন করতে হবে, বন্ধ করতে হবে বৃক্ষ ও পাহাড় নিধন।
বান্দরবান সদর উপজেলা নেটওয়ার্ক কমিটি আয়োজিত এই কর্মসূচিতে রোয়াংছড়ি, রুমা ও থানচি উপজেলার শতাধিক মানুষ অংশ নেন।

আরও পড়ুন