‘লাইক’ ভ্রমণের সিদ্ধান্তকে প্রভাবিত করে

NewsDetails_01

সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে ফেসবুক ও ইনস্টাগ্রমের ‘লাইক’ অপশন সামাজিক গণমাধ্যম ব্যবহারকারীদের ভ্রমণ সিদ্ধান্তকে প্রভাবিত করে।
জর্জিয়া বিশ্ববিদ্যালয়ের ফেসবুক, ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট ও টুইটার ব্যবহারকারীদের উপর পরিচালিত এই গবেষণায় দেখা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বন্ধু ও সহকর্মীদের লাইক এবং মতামত কোথাও ভ্রমণের সিদ্ধান্তের ক্ষেত্রে প্রভাব বিস্তার করে। গবেষকরা তাদের গবেষণার লক্ষ্যে একটি সামাজিক রিটার্ন স্কেল (এসআরএস) গড়ে তোলেন, যার মাধ্যমে ৭৫৮ জন মার্কিন পর্যটকের ভ্রমণ পরিকল্পনার উপর জরিপ চালানো হয়।
গবেষণা দলের জ্যেষ্ঠ গবেষক লেখক বায়ানাম বোল একটি বিবৃতিতে বলেছেন, যেখানে ভ্রমণ ও সামাজিক স্থানের আন্তঃসংযোগের একটি দীর্ঘ ইতিহাস রয়েছে, সেখানে সামাজিক যোগাযোগ মাধ্যমটি মৌলিকভাবে এ ধরনের প্রকৃতির রূপ পরিবর্তন করেছে। এখন আর কোনও সঙ্গীকে একে অপরের মতামত নিতে হবে না- কোথায় তারা ভ্রমণে যাবে। ভ্রমণ থেকে ফেরার পর স্লাইডশোর জন্য অপেক্ষাও করতে হবে না। পর্যটকরা তাৎক্ষণিকভাবে তাদের ভ্রমণের ছবি পোস্ট করে স্বীকৃতি লাভ করতে সক্ষম হবে। গবেষণাটি সম্প্রতি ট্যুরিজম ম্যানেজমেন্ট জার্নালে প্রকাশ হয়েছে।

আরও পড়ুন