শান্তি চুক্তির ২০বছর পূর্তি উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচে কাপ্তাই উপজেলা ক্রীড়া সংস্থা জয়ী

NewsDetails_01

কাপ্তাই উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচে জয়ী হয়েছেন কাপ্তাই উপজেলা ক্রীড়া সংস্থা
শান্তি চুক্তির দুই দশক পূর্তি উপলক্ষে রাঙামাটির কাপ্তাই উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচে জয়ী হয়েছেন কাপ্তাই উপজেলা ক্রীড়া সংস্থা।
আজ রবিবার কাপ্তাই শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচে তারা ২-১গোলে রাংগুনিয়া ফুটবল একাডেমীকে পরাজিত করে। খেলার প্রথমার্ধে ১-১ গোলে সমতা হলেও দ্বিতীয়ার্ধে রাসেল এর গোলে এগিয়ে যায় কাপ্তাই উপজেলা ক্রীড়া সংস্থা। এর আগে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন করেন উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি উপজেলা আ’লীগ সভাপতি অংসুচাইন চৌধুরী, কাপ্তাই ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ, চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী, ওয়াগ্গা ইউপি চেয়ারম্যান চিরন্জিত তংচংগ্যা, চিৎমরম ইউপি চেয়ারম্যান খ্যাইসা অং মার্মা, রাইখালী ইউপি চেয়ারম্যান সায়ামং মার্মা,ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বিদর্শন বড়ুয়া,যুগ্ম সম্পাদক থোয়াই চা প্রু চৌধুরী রুবেল, হরিনছড়া মৌজার হেডম্যান থোয়াই অং মার্মা,উপজেলা স্কাউট এর সাধারণ সম্পাদক মাহাবুব হাসান বাবু,কাপ্তাই প্রেস ক্লাব সভাপতি কাজী মোশাররফ হোসেন।
প্রীতি ফুটবল ম্যাচে কাপ্তাই উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন। খেলা পরিচালনা করেন ক্রীড়া ব্যক্তিত্ব কাজী মাকসুদুর রহমান বাবুল সহকারী হিসাবে ছিলেন কল্যান তংচংগ্যা এবং নুরনবী সফু। খেলা ধারাভাষ্যকার হিসাবে ছিলেন মাহাবুব আলম এবং ঝুলন দত্ত।

আরও পড়ুন