রাঙামাটিতে ফুটবল টুর্নামেন্টে বাঘাইছড়ির কৃতিত্ব

NewsDetails_01

OLYMPUS DIGITAL CAMERAবঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ছেলেদের বিভাগে ফাইনালে বাঘাইছড়ি উপজেলার রূপালী সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। তারা নিউ রাঙামাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ট্রাইবেকারে ৬-৫ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

অপরদিকে মেয়েদের বিভাগে ফাইনালে বাঘাইছড়ি উপজেলার পাকুজ্জ্যাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। তারা রাঙামাটির গোলাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। শনিবার বিকেলে রাঙামাটির চিংহ্লমং মারী স্টেডিয়ামে এ টুনামেন্ট অনুষ্ঠিত হয়। ছেলেদের বিভাগে সেরা খেলোয়ার নির্বাচিত হয়েছেন রূপালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র রজেশ চাকমা এবং সেরা গোলদাতা নির্বাচিত হয়েছেন একই স্কুলের ছাত্র কলেন চাকমা।

মেয়েদের সেরা খেলোয়ার নির্বাচিত হয়েছেন বাঘাইছড়ি উপজেলার পাকুজ্জ্যাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী কুদিকা চাকমা এবং সেরা গোলদাতা নির্বাচিত হয়েছেন একই স্কুলের ফতিকা চাকমা।

চ্যাম্পিয়ন ও সেরা খেলোয়ারদের হাতে প্রধান অতিথি হিসেবে পুরুষ্কার তুলে দেন রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল আলম।

NewsDetails_03

পুরুষ্কার বিতরণকালে জেলা প্রশাসক বলেন, খেলতে গেলে কেউ হারবে কেউ জিতবে। মন খারাপ হওয়ার কিছু নেই। তিনি বিজয়ী ও পরাজিত উভয়দের শুভেচ্ছা জানিয়ে বলেন, তোমাদের থেকে একদিন দেশের সেরা খেলোয়ার গড়ে উঠবে।

তিনি এসময় কর্তৃপক্ষকে উদ্দেশ্য করে বলেন, এ মাঠে যেন সারা বছর খেলাধূলার ব্যবস্থা থাকে।

জেলা শিক্ষা কর্মকর্তা মো:জিল্লুর রহমানের সভাপতিত্বে এসময় আরও বক্তব্য রাখেন, জেলা প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি সুনীল কান্তি দে। স্বাগত বক্তব্য রাখেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বরুণ দেওয়ান।

উল্লেখ্য গত ১৮ অক্টোবর এ টুর্নামেন্টের উদ্বোধন করেন, জেলা পরিষদের চেয়ারম্যান বৃষকেতু চাকমা। জেলার ১০ টি উপজেলা থেকে চ্যাম্পিয়ন হয়ে আসা ১০ টি বালক দল এবং ১০ টি বালিকা দল এ টুর্নামেন্টে অংশগ্রহণ করে।

আরও পড়ুন