বান্দরবানে শুরু হল বীর মুক্তিযোদ্ধা লিয়ান পুম বম স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট

NewsDetails_01

বীর মুক্তিযোদ্ধা লিয়ান পুম বম স্মৃতি মিনি বার ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন করেন বান্দরবানের প্রবীণ শিক্ষক ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক দীপ্তি কুমার বড়ুয়া
বান্দরবান শহরের রাজার মাঠে শুরু হলো বীর মুক্তিযোদ্ধা লিয়ান পুম বম স্মৃতি মিনি বার ফুটবল টুর্ণামেন্ট। প্রথমবারের মত ফ্লাশ লাইটে আয়োজন করা হয় রাত্রিকালীন এই ফুটবল টুর্ণামেন্ট।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় বান্দরবানের প্রবীণ শিক্ষক ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক দীপ্তি কুমার বড়ুয়া টুর্ণামেন্টের শুভ উদ্বোধন করেন। এ সময় বীর মুক্তিযোদ্ধা প্রয়াত লিয়ান পুম বম এর সহধর্মীনি সিয়ামপেন বম, পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাস, উপজেলার ভাইস চেয়ারম্যান মো:জামাল উদ্দিন,পৌর কমিশনার অজিত কান্তি দাশ,সাবেক ফুটবল খেলোয়াড় মো:নাছির উদ্দিনসহ স্থানীয় ক্রীড়ানুরাগীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী খেলায় টিম ওয়ান ১-০ গোলে রিদম রয়েল ক্লাবকে এবং ২য় খেলায় তাইদাং ক্লাব ৩-১ গোলে পিউ একাদশকে পরাজিত করে। বান্দরবান মধ্যম পাড়া একাদশের আয়োজনে এই ফুটবল টুর্ণামেন্টে জেলার মোট ১৬টি দল অংশ নিচ্ছে।

আরও পড়ুন