বান্দরবানে কাবাডি প্রতিযোগিতা সম্পন্ন

NewsDetails_01

বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন বাংলাদেশ পুলিশ চট্টগ্রাম রেঞ্জের ডি আইজি ড:এস এম মনির-উজ-জামান বিপিএম,পিপিএম
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বান্দরবানে অনুষ্ঠিত হয়ে গেল কাবাডি প্রতিযোগিতা। আজ শনিবার বিকেলে বান্দরবান শহরের পুলিশ লাইন মাঠে জেলা ক্রীড়া সংস্থা ও জেলা পুলিশের আয়োজনে এই কাবাডি প্রতিযোগিতার সমাপনী খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়।
বান্দরবানের পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন মজুমদারের সভাপতিত্বে এসময় সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও পায়রা উড়িয়ে সমাপনী অনুষ্ঠানে অংশ নেয় বাংলাদেশ পুলিশ চট্টগ্রাম রেঞ্জের ডি আইজি ড:এস এম মনির-উজ-জামান বিপিএম,পিপিএম।
এসময় পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী,পার্বত্য জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর, অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ আলী হোসেনসহ ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন।
সমাপনী খেলায় লামা উপজেলা দল বনাম বান্দরবান সদর দলের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ৩০-১২ পয়েন্ট পেয়ে লামা উপজেলা দল সদর জেলা দলকে পরাজিত করে। ম্যাচ শেষে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন অতিথিরা।

আরও পড়ুন