বাংলাদেশের হয়ে খেলতে মালদ্বীপ গেলো বান্দরবানের জাফর ইকবাল

NewsDetails_01

14192787_1293375144019621_6647647495662970493_nবান্দরবানে ছেলে জাফর ইকবাল বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে খেলায় অংশ নিতে ৩০ আগষ্ট মালদ্বীপের উদ্দেশ্যে পাড়ি জমালো। বাংলাদেশ জাতীয় দল মালদ্বীপে পৌছে এশিয়ান গেমসের প্রস্তুতি ম্যাচ হিসেবে মালদ্বীপের বিপক্ষে থেলবে। দুপুরে বাংলাদেশ জাতীয় ফুটবল টীমটি মালদ্বীপের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছে বলে মংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এছাড়া মালদ্বীপের সাথে প্রস্তুতি ম্যাচে অংশ নেয়া শেষে বাংলাদেশ জাতীয় দল আগামী ৬ সেপ্টেম্বর বাংলাদেশের মাটিতে ভূটানের বিরুদ্ধে লড়বে।
জাফর ইকবালের মত একজন চৌকষ ফুটবলারকে জাতীয় দলে শরীক করায় বান্দরবানের বিভিন্ন স্তরের ক্রীড়ামোদীরা জাতীয় টীম বাছাইয়ের সাথে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। বান্দরবানের এক সময়ের সাড়া জাগানো কৃতি ফুটবলার অসীম বড়ুয়া বান্দরবানের ছেলে জাফর ইকবাল বাংলাদেশ টীমের জন্য সাফল্য বয়ে আনবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
জাফর ইকবালের বাড়ী বান্দরবান শহরের বনরূপা পাড়া এলাকায়। তার বাবা আবুল হোসেন বান্দরবান বাজারের এতজন ব্যবসায়ী।

আরও পড়ুন