শিক্ষা সপ্তাহ উপলক্ষে রাঙামাটিতে দিনব্যাপী নানা প্রতিযোগিতা অনুষ্ঠিত

NewsDetails_01

জেলা পর্যায়ে লোক নৃত্যে প্রতিযোগিতায় অংশগ্রহন করে প্রথম হয়েছেন কাপ্তাই নৌ বাহিনী স্কুলের প্রিয়ন্তী ধর
জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে রাঙামাটিতে দিনব্যাপী নানা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে এ প্রতিযোগিতার অনুষ্ঠিত হয়েছে। জেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে সারাদেশের ন্যায় রাঙামাটিতেও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে কেরাত,হামদ,নাত,কবিতা আবৃত্তি, রচনা, অভিনয়, বিতর্ক, রবীন্দ্র, নজরুল, উচ্চাঙ্গ সঙ্গীত এবং লোকনৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শিশু শ্রেনী থেকে স্নাতক’র শিক্ষার্থীরা বিভিন্ন বিভাগে ভাগ হয়ে প্রতিযোগিতায় অংশ গ্রহন করে।
রাঙামাটি জেলার সহকারী শিক্ষা কর্মকর্তা স্নিগ্ধা চাকমা জানান, শিক্ষার্থীদের মাঝে জ্ঞানের আলো পরিধি বাড়াতে সারাদেশের ন্যায় রাঙামাটিতেও এ প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। তিনি বলেন, পুরো জেলাজুড়ে বাঝাইকৃত শ্রেষ্ঠ প্রতিযোগিদের নিয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ প্রতিযোগিতায় অংশগ্রহনকারীদের মধ্যে যারা শ্রেষ্ঠত্ব অর্জন করেছে তাদেরকে চট্টগ্রাম বিভাগীয় প্রতিযোগিতায় অংশগ্রহন করার সুযোগ পাবে।
জেলা পর্যায়ে বিভিন্ন বিভাগে প্রতিযোগিতায় অংশগ্রহন করে যারা শ্রেষ্ঠত্ব অর্জন করেছে তারা হলো-কেরাতে ক বিভাগে প্রথম হয়েছেন কাপ্তাই আল আমিন নুরীয়া মাদ্রাসার আব্দুল্লাহ আল হাসিব, খ বিভাগে প্রথম রাঙামাটির আল আমিন ইসলামিয়া ফাজিল মাদ্রাসার শাহেদ হোসেন ফয়সাল, গ বিভাগে আল আমিন ইসলামিয়া ফাজিল মাদ্রাসার আবু বক্কর ছিদ্দিক, ঘ বিভাগে আল আমিন ইসলামিয়া ফাজিল মাদ্রাসার শাহাদাৎ হোসেন,কবিতা আবৃত্তিতে ক বিভাগে প্রথম হয়েছেন, লংগদু রাবেতা মডেল উচ্চ বিদ্যালয়ের নওরীন আতিয়া,খ বিভাগে রাঙামাটি লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজের নুরে নাজিয়া নুহা, লংগদু রাবেতা কলেজের মো: নুরুল আমীন, গ বিভাগে প্রথম হয়েছেন রাঙামাটি সরকারী কলেজের পম্পি বড়–য়া। বিতর্ক প্রতিযোগিতায় ক বিভাগে প্রথম হয়েছেন লংগদু রাবেতা মডেল উচ্চ বিদ্যালয়ের নওরীন আতিয়া, খ বিভাগে কাউখালী পোয়াপাড়া মডেল উচ্চ বিদ্যালয়ের মেহেদী হাসান, গ বিভাগে লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজের চৈতী ঘোষ। লোক নৃত্যে ক বিভাগে প্রথম হয়েছেন কাপ্তাই নৌ বাহিনী স্কুলের তাহিয়া এনাম, খ বিভাগে কাপ্তাই নৌ বাহিনী স্কুলের প্রিয়ন্তী ধর, গ বিভাগে প্রথম হয়েছেন কাপ্তাই কর্ণফুলী ডিগ্রি কলেজের মিলি মারমা। উচ্চাঙ্গ সঙ্গীতে প্রথম হয়েছেন কাপ্তাই কর্ণফুলী ডিগ্রি কলেজের জ্যাকলিন তঞ্চঙ্গ্যা।

আরও পড়ুন