রাজস্থলীর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আনন্দ র‌্যালী

NewsDetails_01

ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আনন্দ র‌্যালীর এক অংশ
রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির উদ্যোগে একাত্তরের ৭ই মার্চ বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ঐতিহাসিক ভাষন বিশ্ব প্রামান্য ঐতিহ্য হিসেবে জাতি সংঘের শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক বিষয়ক সংস্থা ইউনেস্কোর মেমোরি অব দ্যা ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিষ্টারে যুক্ত হওয়ায় সন্তোষ প্রকাশে আনন্দ র‌্যালী ৪ নভেম্বর সকাল ১০ টায় ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বের হয়। র‌্যালীটি ৫নং ইসলামপুর বাজারের উত্তর-দক্ষিণ দিক প্রদক্ষিণ করে মাঠে এক আলোচনা সভা আনুষ্টিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হারাধন কর্মকার, প্রধান অতিথি ছিলেন ৩নং বাঙ্গালহালিয়া ইউপি চেয়ারম্যান ঞোমং মারমা, বিশেষ অতিথি ছিলেন উপজেলার বীর মুক্তিযোদ্ধা মোঃ ইউসুফ আলী, উপজেলা দুর্নীতি দমন কমিটির সাধারণ সম্পাদক মোঃ শামসুল আলম, বাজার পরিচালনা কমিটির সভাপতি নুর মোহাম্মাদ সানা, সাবেক ইউপি সদস্য মোঃ মোতালেব হোসেন, বালুমুড়া মুসলিম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ মিজানুর রহমান, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য শফিকুল ইসলাম, বিট কর্মকর্তা মোঃ রফিকুল হাইদার, মোঃ রফিক হাওলাদার, মংক্যচিং মারমা, উখ্যাই মারমা, মোঃ ছাত্তার আকান্দ, মোঃ মোক্তার গাজী, মোঃ জান্নত আলী শেখ, মোঃ সাহেব আলী খোকা, মোঃ মজিবুর রহমানসহ শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীগণ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন