রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপজাতি কোটা বাতিলের দাবী

NewsDetails_01

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কোটা বাতিলের দাবীতে ভিসি অফিস ঘেরাও করে পার্বত্য বাঙালী ছাত্র পরিষদ
রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপজাতি কোটা বাতিলের দাবীতে ভিসি অফিস ঘেরাও কর্মসূচী পালন করেছে পার্বত্য বাঙালী ছাত্র পরিষদ। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে এ কর্মসূচি পালন করা হয়। সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা কমিটির সাধারন সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি মোঃ হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ আসাদুজ্জামান খান প্রমুখ।

NewsDetails_03

ঘেরাও কর্মসূচী পালনকালে এক সংক্ষিপ্ত সমাবেশে সংগঠনটির নেতৃবৃন্দরা বলেন, পার্বত্য চট্টগ্রামের পাশ্ববর্তী জেলা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে উপজাতীয় কোটার পাশাপাশি ‘অ-উপজাতীয় কোটা’ চালু থাকলেও, পাহাড়ের প্রথম বিশ্ববিদ্যালয় রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তিতে উপজাতীয়, পোষ্য এবং মুক্তিযোদ্ধা কোটা সংরক্ষণের কথা জানানো হলেও পার্বত্য এলাকায় বসবাসকারি বাঙালিদের জন্য কোন কোটাই সংরক্ষণ করা হয়নি। এছাড়া তিন পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান নিয়ে এই বিশ্ববিদ্যালয় স্থাপিত হলেও এখানে নিয়োগে বঞ্চিত হচ্ছে রাঙামাটি ও বান্দরবানবাসী। অবিলম্বে এসব দাবি আদায়ে আরো জোর আন্দোলন করা হবে বলে বক্তারা হুঁশিয়ারী দেন।

আরও পড়ুন