রাঙামাটি অন্যতম বিদ্যাপীঠ লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজ : মেজর জেনারেল জাহাঙ্গীর কবির তালুকদার

NewsDetails_01

রাঙামাটি অন্যতম বিদ্যাপীঠ লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজের অনুষ্ঠানে মেজর জেনারেল জাহাঙ্গীর কবির তালুকদার
বর্ণাঢ্য আয়োজনে রাঙামাটির অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজের ২৫ বছর পূর্তিতে প্রাক্তন ছাত্রছাত্রীদের পূর্ণমিলনী ও দিনব্যাপী রজত জয়ন্তী উৎসব সম্পন্ন হয়েছে। সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের চট্টগ্রাম এরিয়া কমান্ডার মেজর জেনারেল জাহাঙ্গীর কবির তালুকদার প্রধান অতিথি হিসেবে বুধবার দুপুরে লেকার্স স্কুল প্রাঙ্গণে রজত জয়ন্তী উৎসবের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ২৪ পদাতিক ডিভিশনের চট্টগ্রাম এরিয়া কমান্ডার মেজর জেনারেল জাহাঙ্গীর কবির তালুকদার বলেন, রাঙামাটি অন্যতম বিদ্যাপীঠ লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজ দেশের একমাত্র সাম্প্রদায়িক সম্প্রীতির শিক্ষাঙ্গন, যা অনন্য উদাহরন হিসেবে প্রতিষ্ঠা পেয়েছ। একমাত্র এই বিদ্যাপীঠ দেশের পাহাড়ী বাঙালী সব সম্প্রদায় ধর্ম,বর্ণ,জাতিগোষ্ঠীর ছেলেমেয়ে সম্প্রীতির বন্ধনে শিক্ষালাভ করছে।
এর আগে শহরে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার আনন্দ শোভাযাত্রার উদ্বোধন করেন। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক ঘুরে স্কুল প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
পরে স্কুলের রজত জয়ন্ত্রীর উৎসবের আলোচনা সভায় এরিয়া কমান্ডার মেজর জেনারেল জাহাঙ্গীর কবির ও সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী তালুকদার ছাড়াও অন্যান্যদের মধ্যে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপার্চায্য ড. প্রদানেন্দু বিকাশ চাকমা, রাজ পরিবারের সদস্য কুমার নন্দিত রায়, রাঙামাটি সেনা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম ফারুক ও লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নাজনিন নাহার বক্তব্য রাখেন।
পরে জিওসি লেকার্স স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম মেজর জেনারেল আহসান নাজুমল আমিনের স্মরণে শিক্ষা বৃত্তির উদ্বোধন করেন এবং স্কুলের মেধাবী ১৫জন শিক্ষার্থীর হাতে শিক্ষা বৃত্তি বিতরণ করেন। দুই দিন ব্যাপী রজত জয়ন্তী অনুষ্ঠানমালায় রয়েছে স্কুলের মেধাবী ছাত্র-ছাত্রী ও শিক্ষা সম্মাননা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

আরও পড়ুন