রাঙামাটিতে সপ্তাহব্যাপী চলচ্চিত্র উৎসব শুরু

NewsDetails_01

বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে রাঙামাটিতে সপ্তাহব্যাপী চলচ্চিত্র উৎসব
বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে রাঙামাটিতে সপ্তাহব্যাপী চলচ্চিত্র উৎসব
“সবার জন্য চলচ্চিত্র, সবার জন্য শিল্প-সংস্কৃতি” এই শ্লোগানকে সামনে রেখে দেশের সকল জেলার ন্যয় রাঙামাটিতে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বাংলাদেশ স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্য চলচিত্র উৎসব ২০১৬। রবিবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে এবং রাঙামাটি জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় শিল্পকলা একাডেমির মিলনায়তনে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান রেমলিয়ানা পাংখোয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্ভোধন করেন।
রাঙামাটি জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মুজিবুল হক বুলবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ বেতার রাঙামাটি আঞ্চলিক পরিচালক মোঃ ছালাহ উদ্দিন, রাঙ্গামাটি জেলা শিল্পকলা একাডেমির সহ-সভাপতি প্রবীন সাংবাদিক সুনীল কান্তি দে বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন রাঙামাটি জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার অনুসিনথিয়া চাকমা।
প্রধান অতিথির বক্তব্যে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান বলেন, প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি এই জেলায় যেমন রয়েছে সকল সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি সৌহার্দ্য তেমনি রয়েছে তাদের নিজস্ব কৃষ্টি, ঐতিহ্য ও সংস্কৃতি। এই সকল সম্প্রদায়ের অতীত ও বর্তমানের সৌহার্দ্য সম্প্রীতি, কৃষ্টি, ঐতিহ্য ও সংস্কৃতির চিত্রকে চলচিত্রের মাধ্যমে আগামী প্রজন্মের মাঝে তুলে ধরতে পারলে এ দেশ হবে জঙ্গীবাদ ও সন্ত্রাসবাদমুক্ত।
অনুষ্ঠানে সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান প্রধান, সামাজিক-সাংস্কৃতিক ও বিভিন্ন সংগঠনের সংগঠকরা উপস্থিত ছিলেন, উৎসবটি ২ অক্টোবর থেকে ৮অক্টোবর পর্যন্ত চলবে ।

আরও পড়ুন