বিজিবির আয়োজনে শান্তি চুক্তির ২০ বছর পূর্তি উদযাপন

NewsDetails_01

শান্তি চুক্তির ২০ বছর পূর্তি উপলক্ষে কাপ্তাই ১৯ বিজিবি উদ্যোগে আজ শনিবার শান্তি র‌্যালী এবং প্রীতি ভলিবল ম্যাচ অনুষ্ঠিত হয়। ওয়াগ্গাছড়া বিজিবি সদর দপ্তর হতে শুরু হয়ে শান্তি র্যালীটি উপজেলা সদর কেন্দ্রীয় শহীদ মিনার প্রদক্ষিন করে আবারোও ১৯ বিজিবি সদর দপ্তরে শেষ হয়। ১৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শহীদুল ইসলাম, উপ অধিনায়ক মেজর মাহামুদুল হাসান, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম, কাপ্তাই উপজেলা আ’লীগ সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান অংসুচাইন চৌধুরী, কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মো: নুর, ৪ নং কাপ্তাই ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ, ১ নং চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী, ২ নং রাইখালী ইউপি চেয়ারম্যান সায়ামং মার্মা, ৩ নং চিৎমরম ইউপি চেয়ারম্যান খ্যাইসা অং মার্মা,উপজেলা ক্রীড়া সংস্হার সাধারণ সম্পাদক বির্দশন বড়ুয়া সহ শান্তি র্যালীতে জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা,সাংবাদিক,আইন শৃংখলা বাহিনীর প্রতিনিধি, ধর্মীয় নেতৃবৃন্দ, শিক্ষক এবং সমাজের নানা শ্রেনী পেশার মানুষ অংশ নেন। এরপর বিজিবি মাঠে কাপ্তাই উপজেলা ক্রীড়া সংস্হা এবং ১৯ বিজিবির মধ্যে প্রীতি ভলিবল ম্যাচ অনুষ্ঠিত হয়। ম্যাচে উপজেলা ক্রীড়া সংস্থার খেলোয়াররা ২-১ গেমে ১৯ বিজিবিকে পরাজিত করে।

আরও পড়ুন