কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে মহিলা সমাবেশ

NewsDetails_01

কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে কেআরসি উচ্চ বিদ্যালয়ে মহিলা সমাবেশ
রাঙামাটির কাপ্তাই উপজেলা তথ্য অফিসের আয়োজনে আজ সোমবার ১ নং চন্দ্রঘোনা ইউনিয়নের কেআরসি উচ্চ বিদ্যালয়ের হল রুমে প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ সমূহের ব্রান্ডিং, বিভিন্ন সেক্টরে অর্জিত সফলতা ও উন্নয়ন ভাবনা, টেকসই উন্নয়নের লক্ষ্য সমূহ (এসডিজি) এবং মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ বিষয়ক মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়।
কাপ্তাই উপজেলা তথ্য কর্মকর্তা মো: হারুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম। তথ্য অফিসের ঘোষক অনিল কুমার আসামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেপিএমের মহা ব্যবস্থাপক ( প্রশাসন) মো. জাহাঙ্গীর আলম, রাঙামাটি জেলা আ’লীগের সাংগঠনিক মফিজুল হক, সাবেক উপজেলা চেয়ারম্যান অংসুইছাইন চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান সুব্রত বিকাশ তনচংগ্যা,৫ নং ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চিরঞ্জিত তংচংগ্যা, কেআরসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরুল আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহম্মদ প্রমূখ।
অনুষ্ঠানে বক্তারা সরকারের বিভিন্ন উন্নয়নের তথ্যচিত্র তুলে ধরে বলেন, বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেত্বত্বে বাংলাদেশ এখন বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। বর্তমানে পুরুষেরর পাশাপাশি কর্মক্ষেত্রে নারীদের অবদান সর্বক্ষেত্রে প্রশংসিত হয়েছে।

আরও পড়ুন